এত বড় দুঃসংবাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স

পিবিএ,ঢাকা : গতকাল ২৩ মার্চ পর্দা উঠছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের। কিন্তু আইপিএল মাঠে গড়ানোর আগেই জোড়া দুঃসংবাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কমপক্ষে তিন সপ্তাহের জন্য দলের তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই।

আর এতে করে মুম্বাইয়ের প্রথম ছয় ম্যাচে তাকে দেখা যাবে না। নিজের দেশের ঘরোয়া ক্রিকেটের জন্য আইপিএলে দেখা যাবে না তাকে। একই সঙ্গে তার বিকল্প হিসেবে কাউকে খুঁজে নেওয়ার জন্য মুম্বাইয়ের কাছে অনুরোধ করেছেন মালিঙ্গা।

অন্যদিকে ইনজুরির কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন দলটির আরেক বিদেশি পেসার অ্যাডাম মিলনে। গোড়ালির চোটে ভুগছেন তিনি। এদিকে মিলনের পরিবর্তে কাকে দলে ভেড়ানো হয়েছে এ প্রসঙ্গে মুম্বাই কিছুই জানায়নি।

তবে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মিলনের পরিবর্তে উইন্ডিজ পেসার আলজারি জোসেফকে দলে ভেড়ানোর চিন্তা করছে মুম্বাই।

উল্লেখ্য, আজ ২৪ মার্চ দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশনে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।

পিবিএ/এমএস

আরও পড়ুন...