পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ইকসু) গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে টিএসসিসির ১১৬ নং কক্ষে বৈঠকটের আয়োজন করেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী। আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম। এছাড়াও সংগঠনটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আমন্ত্রিত প্রতিনিধিরা ইকসু গঠন ও এর রাজনৈতিক সুফল সম্পর্কে আলোচনা করেন। এসময় তারা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।
বৈঠকে বক্তারা বলেন, ইকসু গঠনে আইনি কোনো বাঁধা নেই। এটা শুধু কালক্ষেপণ। বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করা যায়। এছাড়াও ইকসুর নেতারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না বলে দাবি রাখে প্রতিনিধিরা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে হবে।