রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. আলী (৪৮) ও মো. ইব্রাহীম (১৯) ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়েরবাগ এলাকার জোড়াখাম্বার সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আলী ও মো. ইব্রাহীমকে গ্রেফতার করে ডিবির টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে কমদামে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।