পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
একইদিন সকালে পুলিশ সদরদপ্তরের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বর্তমান কমিশনার হাসিব আজিজের বাবা হলেন আজিজুল হক।
সদরদপ্তরের পাঠানো বার্তায় বলা হয়েছে, এম আজিজুল হক আজ ভোরে মারা গেছেন। তার নামাজে জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজিজুল হক পুলিশের ১৬তম আইজিপি ছিলেন। তিনি ১৯৯৬ সালের ২২ জুলাই থেকে ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ছিলেন আজিজুল হক। পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন। পুলিশের সাবেক এই প্রধানের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ।