মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষক কর্তৃক এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগটি করেছেন ভূক্তভোগী ঐ ছাত্রের পিতা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করা অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে গিয়ে তদন্ত করেছেন।
উপজেলার মাওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক কোকতাড়া গ্রামের বাসিন্দা সাজেউল ইসলাম সাজুর বিরুদ্ধে।
সরেজমিনে গেলে ঐ ছাত্রের পিতা সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজু গত ১১ ডিসেম্বর সন্ধায় আমার ছেলেকে বাড়ি পার্শে ডেকে নিয়ে গিয়ে দুই হাত দিয়ে জড়ে ধরে গালে কামড় ও গোপনাঙ্গে হাত দেয়। এরপর থেকে ছেলেকে অন্য মনস্ক দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করায় সে আমাকে এই কথা গুলো বলে এবং গালে কামড়ের লাল গোলাকার চিহ্নর দেখতে পাই। এর পর থেকে তাকে মানসিক ভাবে বিপর্যস্ত দেখি।
এ ঘটনার বিচার চেয়ে গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগটি তদন্তের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা।
১৫ জানুয়ারী বুধবার সকালে সরজমিনে তদন্তের জন্য বিদ্যালয়ে যান তদন্ত দলের প্রধান উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেস প্রসাদ রায় ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুর রহমান প্রধান। এ বিষয়ে ছাত্রের পিতা সাংবাদিকদের জানান, এই শিক্ষক আমার ছেলে সহ বিদ্যালয়ের আরো অনেক ছাত্রকে একই আচরণ করার খবর জানতে পাচ্ছি। সাজুর এরূপ আচরণ আমার নিকট বলাৎকারের চেষ্টা বলে মনে হয়েছে। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
অভিযোগের বিষয়ে শিক্ষক সাজেউল ইসলাম সাজু সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের নিকট ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শিক্ষকের এরূপ আচরণে আমরা লজ্জিত। তদন্ত দলের নিকট জানতে চাইলে তারা বলেন আমরা ইতিপূর্বে বাদী বিবাদীর জবানবন্দি নিয়েছি আজ বিদ্যালয়ে এসে সরজমিনে তদন্ত করছি এর পর প্রতিবেদন প্রদান করা হবে। প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করবেন।