প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে বসছেন বৃহস্পতিবার

জুলাই ঘোষণাপত্র ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবে।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করে ‘‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’’ প্রকাশের কর্মসূচি দিয়েছিল। তবে ওই কর্মসূচির আগের দিন গত ৩০ ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন...