পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য চলছে মাসব্যাপি তারুণ্য উৎসব। আর এই উৎসবকে সামনে ঘিরে পঞ্চগড় জেলায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। গোটা জেলাজুড়ে এই উৎসবকে সুশীল সমাজ কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসককে।
জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ব্যতিক্রমধর্মী উৎসব আয়োজনের কারণে আমাদের সন্তান’রা খেলাধুলায় বিভোর থাকবে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাত খেলাধুলার বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় এই উৎসবে দুই দিনব্যাপি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় স্টেডিয়ামে বৃহস্পতিবার ও শ্রক্রবার সকাল থেকে দুই দিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার ২৩ টি ইউনিয়ন থেকে প্রায় আড়াই শতাধিক শিশু কিশোর অংশ নেন। জেলা প্রশাসক মো: সাবেত আলী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক খুশি প্রতিযোগীরা।তারা বলছেন এধরণের আয়োজন আমাদের অনেক প্রেরণা পেয়েছি। আর এই প্রথম পঞ্চগড়ে কারাতে প্রতিযোগিতা আয়োজিত হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন খেলোয়াড়রা।