পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সকল অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ভবনে বিভাগের শ্রেনীকক্ষে এ দোয়া মাহফিল আয়োজন করে বিভাগটি।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী। আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি সাদিকুল আলম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শহিদুল ইসলামসহ ট্যুরিজম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশ্রাফ উদ্দীন খান আজহারী।
অধ্যাপক আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিভিন্ন কারণে আমরা ধর্মীয় আচার থেকে দূরে আছি। তাই মুসলমান হিসেবে সকলেই আমাদের ধর্ম মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ বিভিন্ন দুঃখ, দুর্দশা ও অসুস্থতা দিয়ে আমাদের পরীক্ষা করেন। তাই আমাদের অসুস্থতার সময় ধৈর্য্য ধারণ করবো। মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে অসুস্থতা দুর হয়।
আমরা নামাজের মধ্যেও নিজের জন্য এবং অপরের জন্য দোয়া করি। তাই নামাজ পরলেই সকলের জন্য দোয়া করা হয়। আমরা সবসময় বিপদ আসার আগে বিপদ থেকে রক্ষার জন্য দোয়া করবো। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। তাই আমরা সকলের সুস্থতার জন্য দোয়া করবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবসময় ভালো মানুষদের সাথে থাকবো। সৎ ও সত্যবাদী মানুষদের সাথে চলবা। তোমার আশেপাশে যেমন মানুষ থাকবে তোমরাও সেরকম হবে। সঙ্গদোষ মানুষকে নষ্ট করে। তাই খারাপ বন্ধু ও মানুষদের কাছ থেকে দূরে থাকবে। মাদক মানুষকে খারাপ পথে পরিচালিত করে। তোমরা সকল ধরনের মাদক এবং ধুমপান থেকে দূরে থাকবা। বিশ্ববিদ্যালয়ে তোমার পরিবার যেি উদ্দেশ্যে পাঠিয়েছে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবা। কারণ কেয়ামতে মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব আশ্রাফ উদ্দীন খান বলেন, মাদক বর্তমান সময়ের মানুষকে গ্রাস করে ফেলেছে। নতুন প্রজন্ম মাদকের কারণে বিপথে চলে যাচ্ছে। এমনকি মাদক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় নিজের মৃত্যু নিজে ডেকে আনি। তাই আমরা প্রতিটি সময় ভালো কাজে ব্যায় করবো আমরা ভবিষ্যতে যে অবস্থায় যাবো তা আজকের কর্মের ফসল। দুনিয়া আখারেতের শষ্যক্ষেত্র। তাই দুনিয়ায় যেইরকম কাজ করবেন আখেরাতে তেমন ফল পাবেন। তাই বর্তমান সময়কে সঠিক পথে কাজে লাগাতে হবে। সঠিক পন্থায় জীবনের বর্তমান সময়কে কাজে লাগাতে হবে।
বিভাগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, আমাদের পরিবারের যেসকল সদস্য দুনিয়া থেকে চরে গেছেন এবং যারা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্যার হৃদরোগে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো। সর্বোপরি আমরা সকলে সকলের জন্য দোযা করবো। সকলে সকল রকম খারাপ কাজ থেকে দূরে থাকবো।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন হৃদরোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও বিভাগের শিক্ষক নাসির মিয়ার পিতা এবং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান ফেরদৌস পরলোকগমন করেছেন।