বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ০৫ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম বেপারী (৫৫)’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় হতে গ্রেফতার করেছে র্যাব-০২।
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ০৫ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম বেপারী (৫৫)’কে রোববার (১৯ জানুয়ারি) বিকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় আভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২।
রোববার (১৯ জানুয়ারি) র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ জসিম বেপারী ও ভিকটিমের পরিবার পরস্পর প্রতিবেশি। গত ২০২৪ সালের ০৮ পিসেম্বর) দুপুর অনুমানিক ১৩.১০ ঘটিকার সময় আসামি মোঃ জসিম বেপারী শিশু ভিকটিমকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বসত বাড়ির পিছনে নিয়ে ধর্ষণ করে। শিশু ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন আসলে আসামি মোঃ জসিম বেপারী দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আসামি মোঃ জসিম বেপারীকে আসামি করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-০১ তারিখ ০৮/১২/২০২৪ ইং ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১)(সংশোধনী-২০০৩) দায়ের করেন।
র্যাব-২ উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ এর বাহেরচর এলাকায় আভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামিকে বরিশাল জেলার মহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।