হাসিন আরমান,কুবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে গড়ে উঠা সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চে’র কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সকল ক্ষেত্রে ভারতের আগ্রাসন রোধ, সকলপ্রকার অপ-রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবগত কারার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের কমিটির কাঠামো সম্পর্কে আলোচনা করা।
এনিয়ে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণে আমাদের সাংস্কৃতিক জায়গাটায় কাজ করতেছি। সেই লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়ে আজকের এই মতবিনিময় সভা।’
তিনি আরও বলেন, ‘ গত ৫ আগস্ট পরবর্তী যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে যেন সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে মূলত আলোচনা করা। আমরা কেন্দ্রীয়ভাবে ১৩টা উইং করেছি যেগুলো প্রত্যেকটি সেক্টরে জুলাইকে ধারণ করে কাজ করবে। এই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ যাতে নিজস্ব শক্তি-সামর্থে বিশ্বের দরবারে মাথা উঁচু করে, সেই লক্ষ্যে আমরা এখানে কথা বলেছি।’
এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ হান্নান রাহিম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক চাচ্ছে ইনকিলাব মঞ্চ এখানে কাজ করুক। সেজন্যেই ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকে এসে উনাদের পরিচয় পর্ব সেরেছেন এবং আমাদের প্রাথমিক ধারণা দিয়েছেন কীভাবে ইনকিলাব মঞ্চ কাজ করবে এবং ক্যাম্পাসের কাজকে গতিশীল করবে। আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত দিয়েছেন।’