পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুপে) ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদকে নির্বাচিত করায় গণসংবর্ধনা দিয়েছে সাবেক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও জেলা ফুটবল কোচ এসোসিয়েশন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে চৌরঙ্গী মুক্তমঞ্চে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এটিএম হাসানুজ্জামান পলাশের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রনিক) ও পৌর যুবদলের কারানির্যাতিত সদস্য সচিব নুরুল ইসলাম (দিপু)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্যে বলেন, আমার বিএনপির ২ জন অভিভাবক ও গার্জিয়ান রয়েছে তারা হলেন আমার শ্রদ্ধেয় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু), সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম। আজ ফুটবলের মান নামতে নামতে কিনারায় পৌঁছে গেছে। সেখান থেকে ফুটবলের মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়ের জন্যই আমাকে ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করেছেন। এই জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ প্রতিটি মানুষকে, ভাইকে মুরুব্বিদের আমার ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাই।
এসময় জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অন্যান্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজন ফুলেল সংবর্ধনা দেন নবগঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেপুটি চেয়ারম্যান মাটি ও গণমানুষের নেতা ফরহাদ হোসেন আজাদকে।
জেলা ছাত্রদল সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান), সাংগঠনিক সম্পাদক মো:জুয়েল রানা, পৌর বিএনপির সদস্য সচিব আইনজীবী আব্দুল বারি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদার রহমান (মাহাবুব), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাপস, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সাবেক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস শেখ, জেলা জজ কোর্টের (পিপি) ও সাবেক পৌর বিএনপির সভাপতি এ্যাড.আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ এসময় বক্তব্য রাখেন।
পঞ্চগড়ের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ফুলেল শুভেচছায় সিক্ত হয়েছেন জনতার এমপি ফরহাদ হোসেন আজাদ।