মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়ে গেছে। ফলে সীমান্তে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ছয়’টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপি ক্যাম্পের অধীনস্থ ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও ওই এলাকাবাসী সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী-সীমান্ত এলাকার দেড়শ’ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সিধাই ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্ত এলাকার ২৮১ নম্বর মেইন পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাব পিলারের নিকট আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি দ্বারা জাল টানানোসহ অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা প্রদান করে। ফলে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বিএসএফ।
জয়পুরহাট-২০ বিজিবি’র অধীন্থ হাটখোলা ক্যাস্পের নায়েক সুবেদার সাজাহান সরদার জানান, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটা তারের বেড়া নির্মাণ কালে আমরা তাতে বাধা দেই। এ কারণে চলে যেতে বাধ্য হয়।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে ঘন কুয়াশার ভিতরে ভারতীয় বিএসএফ ভারতীয় সীমান্তের ২০-২৫ গজ ভিতর বেড়া নির্মান কালে বিজিবি বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এনিয়ে বিকেলে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হবে । আমি বিএসএফ এর ১২৩ ব্যাটালিয়নের উর্ধতনদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি।