পুলিশ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি

আইজিপি কাপ, বাংলাদেশ পুলিশ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি দল এপিবিএন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এপিবিএন দল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ডিএমপি জুনিয়র দল।

বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের আয়োজনে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে ডিএমপি দল ৪৬-৩৩ পয়েন্টে এপিবিএন দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় ডিএমপির অর্ণব দাশ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, উভয় দলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা উপহার দিয়েছে। আমরা খেলা সবাই বেশ উপভোগ করেছি। আমি আশা করব আগামীতে খেলোয়াড়রা আরো ভালো খেলা উপহার দিবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী ও যুগ্ম পুলিশ কমিশনারগণ এবং উপ-পুলিশ কমিশনারগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ মে,নয়টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়। বুধবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এ প্রতিযোগিতা।

আরও পড়ুন...