নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহলদল।
বুধবার বিকেলে আটকের পর আত্রাই থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন জানান, র্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি টহলদল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটকালুপড়া এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামের খয়বর আলীর ছেলে আব্দুল মতিন (৩২) এবং একই গ্রামের লেকবার আলীর ছেলে শান্ত হোসেন (২৪)। আটককৃতদের আত্রাই থানাপুলিশে সোর্পদ করে র্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।