পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জামান দুদু বলেছেন ব্যাংকসহ অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন দেশের টাকা পয়সা লুট পাট করে নিয়ে গেছেন হাসিনা রেহেনা এবং তার পরিবারের সদস্যরা। অর্থনৈতিকভাবে বর্তমানে বাংলাদেশের কিছু নেই পঙ্গু করে রেখে দিয়েছে । তিনি বলেন, বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে দুদু বলেন, তারা গত তিনটি তামাশার জাতীয় নির্বাচনকে সমর্থন দিয়েছিল। ভারত আওয়ামীলীগ এবং হাসিনা ছাড়া কিছুই বুঝেনি। দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মুখোমুখি করেছেন। কেড়ে নিয়েছিলো জনগণের কথা বলার অধিকার। হাসিনা বিরোধী কথা বললেই নেমে আসতো পেটুয়াবাহীনী দ্বারা নির্মম নির্যাতন দেওয়া হতো মিথ্যা মামলা। গোটা দেশটাকে কারাগার বানিয়ে রেখেছিলেন। বিএনপি দলীয় ও ভিন্ন মতের অসংখ্য মানুষকে করা হয়েছে গুম হত্যা,তাদের স্বজনরা এখনো বুকে ছবি নিয়ে ঘুরছে স্বজনদের খোঁজে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে যা যা অন্যায় করার প্রয়োজনে তাই করেছেন।
সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রনিক) এর সঞ্চালনায় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপি’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম,সদস্য সচিব আইনজীবী আব্দুল বারীসহ জেলার পাঁচ উপজেলার বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, গণমাধ্যম কর্মীদের জাানান আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পঞ্চগড় জেলা বিএনপির সম্মেলন হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।