রাজধানীর বংশালে জুতার কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- আসমা বেগম (২৮)।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বংশাল থানার গাঙ্গুলী লেনের সানজিদ জুতার কারখানায় আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশাল থানার গাঙ্গুলী লেনের সানজিদ জুতার কারখানার দোতলার ঘরের বারান্দায় জুতা তৈরি মালামালে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উক্ত কারখানায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। কিছুক্ষণ পর পাশের বছির সু কারখানায় আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় একটি গ্যাস লাইটসহ হাতেনাতে আসমা বেগমকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা রকি, নিপুনী বেগম, সুমন ও আল আমিন নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসমা ও পলাতক চারজনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত আসমা, পলাতক আসামিরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের সাথে পূর্ব পরিকল্পিতভাবে ক্ষতি সাধনের উদ্দেশে উক্ত জুতার কারখানার আগুন দিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।