‘যান্ত্রিক ত্রুটি’, মেট্রোরেল চলাচল বিঘ্নিত

যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টাখানেক মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বেলা ৩টায় যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা উত্তর থেকে পল্লবী অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, “আমাদের একটা সাবস্টেশন ফল করেছিল, এটা আমাদের সিগন্যালিং সিস্টেমের সঙ্গে রিলেটেড। সেটির সমাধান করা হয়েছে।

“সমস্যাটির কারণে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ৪০ মিনিট এবং উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী পর্যন্ত অংশে ৫৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বেলা ৩টার দিকে দুই দিকেই ট্রেন চলাচল শুরু হয়েছে।”

ঢাকার পরিবহন ব্যবস্থা নিয়ে গড়া ফেইসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্টে’ মেট্রোরেল বন্ধের তথ্য জানিয়ে অনেকেই পোস্ট দিচ্ছিলেন।

সেখানে সচিবালয় স্টেশন থেকে তারিকুল আলম নামের একজন লিখেছেন, “বেলা ১টা ৪৫ মিনিট। মেট্রো সাময়িক বন্ধ আছে। টিকিট বিক্রিও বন্ধ। কারণ অজানা, কেউ জানলে জানাবেন।”

এস এম তারিকুল ইসলাম নামে আরেক যাত্রী লিখেছেন, “এক ঘণ্টা আগে আমি মতিঝিল থেকে মিরপুরে এসেছি। তখন তিনটি স্টেশনে কিছু সমস্যা হয়েছিল বলে ট্রেন স্টেশনে বিরতি নিচ্ছিল।”

আরও পড়ুন...