সিরাজগঞ্জে ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি, বিএনপির সংবাদ সম্মেলন

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীরা।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর দুদু খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই,সহ সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, আবু জাফর মুন্না, বাগবাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাগবাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর রানা রাব্বি, কৃষক দল নেতা ফরিদুল ইসলাম, বাগবাটি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ।

এসময় যাদের নিকট থেকে চাঁদা চাওয়া হয়েছে তাদের মধ্যে বক্তব্য রাখেন, হরিনাবাগবাটি বনিক সমিতির সভাপতি আবু তালেব শেখ, ব্যবসায়ী হাজী সাইফুল ইসলাম, হাজী আব্দুল মজিদ, আফসার আলী, এন্তাজ আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে যে সংবাদ প্রকাশ হয়েছে তার তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাচ্ছি। আমাদের নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করানো হয়েছে।

বক্তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে হামলা, হামলাসহ জেলা জুলুম সজ্য করে সুনামের সহিত রাজনীতি করে আসছি। তাই মিথ্যা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে আজ শনিবার সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকাসহ কয়েকটি অনলাইনে এই সংবাদ প্রকাশ হয়। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...