মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে পাঁচটি মামলার আসামি, মিরপুর এলাকার পেশাদার ছিনতাইকারী শাহনেওয়াজ ওরফে রাজু (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাতে মিরপুর-১০ নং গোল চত্বরে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকাকালীন এক নারীর ভ্যানিটি ছিনতাই করার সময় স্থানীয় জনসাধারনের সহযোগিতায় মো. রাকিবুল ও মো. সাকিবকে গ্রেফতার করেছিল মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় ২২ জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিল। পরবর্তীতে মো. মিঠু নামে আরো একজন ছিতাইকারীকে উক্ত ঘটনায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। আর গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহনেওয়াজকে সনি সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।
রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত শাহনেওয়াজের বিরুদ্ধে ডিএমপির শাহআলী, দারুস সালাম ও ভাষানটেক থানায় ছিনতাই ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।