রাজধানীর কোতোয়ালিতে একটি কাগজের পাইকারি দোকানের ক্যাশ বাক্স হতে টাকা চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া নগদ দেড় লক্ষাধিক টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত চিহ্নিত চোর, মাদক কারবারি ও ছিনতাইকারী আট মামলার আসামি মো. ফয়সাল (২৮) এবং দশ মামলার আসামি জোনায়েদ আহম্মেদ লিটু (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কোতোয়ালি থানা এলাকার নিজ বাসা থেকে ফয়সালকে এবং রাত সাড়ে ৮ টায় কোতোয়ালি থানার পাটোয়াটুলি বাটা শোরুম এর সামনে থেকে লিটুকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দোকান হতে চুরি হওয়া মোট এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, জনৈক মো. বেলাল হোসেন কোতোয়ালি থানাধীন জিন্দাবাহার ১ম লেন সরদার সোনার মিয়া পেপার মার্কেটের একজন ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) তিনি মাগরিবের নামাজ পড়তে বাইরে গেলে আনুমানিক ০৬:১০ ঘটিকা থেকে ০৬:২০ ঘটিকার মধ্যে তার দোকান ‘ক্লাসিক পেপার হাউজ’ এর ক্যাশ বাক্স হতে নগদ তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় মো. বেলাল হোসেন বাদী হয়ে গত ২৪ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি চুরির মামলা রুজু করেন।
থানা সূত্রে আরো জানা যায়, মামলার তদন্তকালে পেপার মার্কেটের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সনাক্ত করা হয়। এর মধ্যে ফয়সালকে কোতোয়ালি থানা এলাকায় নিজ বাসা থেকে শুক্রবার (২৪ জানুয়ারি ) বিকেলে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে চুরি হওয়া নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ফয়সালের দেওয়া তথ্য মতে রাত সাড়ে ৮ টায় লিটুকে কোতোয়ালি থানার পাটোয়াটুলি বাটা শোরুম এর সামনে থেকে গ্রেফতার করা হয় এবং এ সময় তার হেফাজত হতে চুরি হওয়া নগদ ৯১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে,অন্যান্য সহযোগীদের সহায়তায় তারা উক্ত মামলার বাদী বেলাল হোসেনের দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা চুরি করেছিল।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধে ফয়সালের বিরুদ্ধে রাজধানীর বংশাল, কোতোয়ালি থানায় আটটি মামলা রয়েছে ও লিটুর বিরুদ্ধে রাজধানীর রামপুরা, সূত্রাপুর, বংশাল থানায় দশটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার ও চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।