পিবিএ, সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষার ফল প্রার্থী ওয়াসিম আফনানের হত্যাকারীদের শাস্তির দাবিতে সিকৃবিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
রবিবার (২৪ মার্চ) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।
এদিকে, সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। পরে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড’, ‘ওয়াসিম হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেনো, নিরাপদ সড়ক চাই’ এমন নানা স্লোগান দিতে থাকেন। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে বাস চালক ও হেলপারের ফাঁসি কার্যকরসহ ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানান। একই সঙ্গে হত্যার বিচারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
এদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রার্থী ওয়াসিম আফনানের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের একাত্মতা পোষণ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার (২৪ মার্চ) দুপুর ১২ টার দিকে চৌহাট্টায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে দেখা করে একাত্মতা পোষণ করেন। এসময় তিনি চালক ও হেলপারের শাস্তি দাবি করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেঠ সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর নামক স্থানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনান (২২) কে বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মৃত্যুর মুখে ঠেলে দেয় উদার পরিবহনের বাস চালক ও হেলপার। এতে ওয়াসিম বাস চাপায় মারা যায়।
ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাস্থ দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন দম্পতির ছেলে। ঘটনার পর বাসটিকে ধাওয়া করে ওসমানী নগরের বেগমগঞ্জ থেকে আটক করে পুলিশ। এ সময় চালক ও হেলপার পালিয়ে গেলেও শনিবার রাত ১০টার দিকে পুলিশ বাসচালক জুয়েল আহমদকে আটক করে। এবং রাত ১টার দিকে হেলপার মাসুক আলীকেও আটক করে পুলিশ।
পিবিএ/এমএস