পঞ্চগড় জেলা আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময় সভা

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা আইনজীবীদের সাথে সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মনসুর আলী।

এর আগে অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা। এসময় নারী ও শিশু জেলা জজ বিএম তারিকুল কবীর, এডিশনাল জেলা জজ এম এ বারী, যুগ্ম জেলা জজ, মার্জিয়া খাতুন, জজ কোর্টের পিপি আইনজীবী আদম সুফি, ও জিপি আব্দুল বারীসহ জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাধারণ মানুষদের মাঝে ন্যায় বিচারের বিষয়ে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে ও ন্যায় বিচার পাওয়ার মধ্যে সন্দেহ ঢুকে পড়েছে।তাই প্রত্যেকটি জেলায় আইন ও বিচার বিভাগের স্বচ্ছতা ফিরেয়ে আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে এনে, বিশ্বাস যোগাতে হবে। এই দেশের মানুষ প্রতিবাদী হয়েছে বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়েছে। সুতরাং আগের দিন ভুলে যান।

এসময় উপস্থিত আইনজীবীরা সমিতির উন্নয়ন, আইনজীবীদের ভবন,জিপি,পিপিদের আলাদা ভবন নির্মাণ, যুগ্ম জজ নিয়োগ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার আহ্বান জানান সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: মনসুর আলীকে।

পঞ্চগড়বাসী অনেক আনন্দিত ও গর্বিত সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: মনসুর আলীকে নির্বাচিত করায়। তিনি এ জেলার একজন কৃতি সন্তান। আইনজীবী ভবনে মতবিনিময় সভা শেষে দোয়া ও আদালত চত্বরে বৃক্ষরোপন করেন বিচারপতি মো: মনসুর আলী।

আরও পড়ুন...