সাত মামলার আসামি ছিনতাইকারী শুভ গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাত মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী শুভ (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১ টায় মতিঝিল থানার শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শুভ চুরি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই,দস্যুতাসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত শুভকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...