জামালপুর বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) সারাদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন।

প্রধান অতিথি মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, জ্ঞান যত দেওয়া সহজ, কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। আমরা বেশি বেশি করে জ্ঞান দিতে পারি সব সময়। কিন্তু বাস্তবায়ন করতে যে কত কঠিন, যাদেরকে জ্ঞান দেয় তারা বুঝতে পারে। আমি জ্ঞান দেওয়ার মত বক্তব্য দিতে চাই না।

তিনি আরও বলেন, এখানে অভিভাবক বা মায়েরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে, স্কুলে খেলাধুলা, সংস্কৃতি চর্চা, বিনোদন, বিতর্ক প্রতিযোগিতাসহ যেসব নানা অনুষ্ঠান হচ্ছে, তা কিন্তু পড়াশোনার একটা অংশ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিমুল আহসান নয়নের সঞ্চালনায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বীন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংক, জেলা শিক্ষা অফিস এ এস এম মোয়াজ্জেম হাসান, জেলা শিক্ষা অফিস (শেরপুর) মো. রেজুয়ান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্ব জিৎ কুমার সোম, সহকারী শিক্ষক সামছুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন...