মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার হিলি-জয়পুরহাট সড়ক হতে রাধাবাড়ী ১নং রেলগেট পর্যন্ত ৫৫২ মিটার ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রায় ১ কোটি ৭২ লক্ষ ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
এসময় উপস্থিত ছিরেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জবাইদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মারুফ আহসান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, পৌরসভার কার্য সহকারী মাহবুব আলম চৌধুরী, সার্ভেয়ার শাহাদুল ইসলাম, নকশাকার রায়হান কবীর, ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ আরো অনেকেই।
পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান জানাস, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেহেরুন্নেছা ট্রেডার্স।