পিবিএ,খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাঁকজমকপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পুজা উদ্যাপন পরিষদের সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় কুয়েটের কেন্দ্রীয় মন্দির। পুজার আনুষ্ঠানিকতার সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত-শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে সরস্বতী পূজা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মাতৃ বরণ সন্ধ্যা ও মঞ্চ-সজ্জা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ ও সনাতনী ছাত্রকল্যাণ পরিষদ পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।