পিবিএ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।
উল্লেখ্য নিহত তোফাজ্জল হবিরবাড়ী এলাকায় ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে অংশ নিলে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। শহীদ তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।