রাজধানীর মোহাম্মদপুর থানার শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জের আরশি নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২।
বুধবার (৫ ফেব্রুয়ারি) র্যাব ২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মো. শাহাদাত রায়েরবাজার একটি চশমা কারখানায় চাকরি করতেন। ঘটনার দিন অফিস শেষ করে বাসায় আসার পথে মোহাম্মদপুর থানাধীন কাটাশুর গিরিঙ্গি হাউজিং রাস্তার ঢালে মো. জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুল ও এজাহারভুক্ত ৭ জনসহ অজ্ঞাতপরিচয়ের ৫/৬ জন মিলে চাপাতি দিয়ে শাহাদাতকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে রাখেন।
শাহাদাতের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রেক্ষিতে নিহতের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এএসপি খান আসিফ তপু আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল মঙ্গলবার রাতে আসামিকে ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার শাহাদাতকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।