পিবিএ, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
নিহত সিএনজি চালক লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব বিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে রামগঞ্জ থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জে আসতে ছিল। অপর দিকে বালু ভর্তি পিকআপ হাজীগঞ্জ থেকে বালু নিয়ে রামগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন পিবিএ’কে জানান, আমরা মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়ার কাজে ব্যস্থ আছি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
পিবিএ/এমএ/হক