
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ও ঢাকা নৌ পুলিশের যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চোরাই বাল্কহেড কেটে বিক্রয় চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ। এসময় পোস্তগোলা থেকে বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।
গ্রেফতারকৃতরা হলো- শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।
কাজী নুসরাত এদীব লুনা জানান, গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট হতে ‘এমবি মাছিয়াতা দরবার শরীফ‘নামের একটি বালুবাহী বাল্কহেডের স্টাফরা বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
এসময় বাল্কহেডের খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয় জ্বালানি তেলসহ নিয়ে যায় তারা। পরে বাল্কহেডের স্টাফরা বালুবাহী বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়।
তিনি বলেন, পরে গত ৫ ফেব্রুয়ারি নৌ পুলিশের সদর দপ্তর এমন সংবাদ জানতে পেরে নারায়ণগঞ্জ নৌ পুলিশকে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ জোরদার অভিযান পরিচালনাসহ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
অভিযানকালে গতকাল ৭ ফেব্রুয়ারি ঢাকার শ্যামপুর থানার সহায়তায় নারায়ণগঞ্জ নৌ পুলিশ ও ঢাকা অঞ্চলের নৌ পুলিশের যৌথ অভিযানে পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে একজন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে।
সেই সঙ্গে তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (যার ওজন প্রায় ৩০টন) উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরচক্রের আরো তিনজন সহযোগীসহ মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা করা হয়েছে এবং অনান্য সহযোগীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।