পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

পিবিএ,পেকুয়া: বিদ্রোহী প্রার্থী বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচন। ভোটে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম দোয়াত কলম প্রতিক
নিয়ে তার নিকটতম প্রতিদন্দী নৌকা সমর্থিত প্রার্থী আবুল কাশেম কে হারিয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আজিজুল হক (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ওম্মে কুলসুম মিনু (ফুটবল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। সকালে পেকুয়া দক্ষিণ মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে গোলাগুলির একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ।

সকাল থেকে ভোটার সংখ্যা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলাবাহিনী ছিল কঠোর অবস্থানে। তবে বড় ধরনের কোন সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ৪র্থ ধাপে অনুষ্ঠিত হওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচন।

পিবিএ/এফএমএস/এমএসএম

আরও পড়ুন...