কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা-পরিসংখ্যান বিভাগ

হাসিন আরমান,কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (ছেলে) এবং টানা ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ (মেয়ে)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

ছেলেদের ফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ সেটে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং মেয়েদের ফাইনালে সিএসই বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পরিসংখ্যান বিভাগ।

এছাড়া বাংলা বিভাগকে ২-১ সেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে নৃবিজ্ঞান বিভাগ (ছেলে) এবং মেয়েদের খেলায় ইংরেজি বিভাগকে ২-০ সেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে লোক প্রশাসন বিভাগ।

ফাইনাল ম্যাচ শেষে ফাইনালের ম্যাচ সেরা হয়েছে জয় (ছেলে) এবং সুহি (মেয়ে)। এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন সৌরভ(ছেলে) এবং সোনিয়া (মেয়ে)।

খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আহ্বায়ক ড. মোঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হয়দার আলী বলেন, ‘আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপ্তি হলো আজকে। সোনিয়া টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শুনে ভালো লাগছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাদকমুক্ত রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়ে খেলবে।’

সভাপতির বক্তব্যে ড. মোঃ সোহরাব উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের কাজ হচ্ছে পাঠে এবং মাঠে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা করার জন্য ভালো মাঠের দরকার হয়। আমরা চেষ্টা করব আমাদের ব্যাডমিন্টন মাঠকে আরো সুন্দর করার জন্য।’

আরও পড়ুন...