আবু সাঈদ হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেফতার

রাজন্য রুহানিজামালপুর: জামালপুরের ইসলামপুরে নিজ বাড়ি থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেভিল হান্ট অপারেশনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুরের গঙ্গাপাড়ায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ ওই এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। তিনি বেগম রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছিলেন। এছাড়া তার সাথে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে সন্ত্রাস দমন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।

আরও পড়ুন...