ডেভিল হান্ট: আগ্নেয়াস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

রাজন্য রুহানি,জামালপুর: দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অভিযানে জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাত চাঁন মিয়া ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ার চর পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি নদীগর্ভে বিলীন ওই ইউনিয়নের সিধুরতলী গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযানে পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। অভিযানে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে যমুনা নদীর দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও একটি রামদা, একটি ডেগার, একটি চাপাতি, একটি দা, একটি শাবল ও একটি টেঁটাসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিসহ ৬ জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...