গাছের সঙ্গে পিকনিকবাসের ধাক্কা, ঝরে গেল স্কুলছাত্রের প্রাণ!

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে একটি স্কুল পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসে থাকা রাশেদুল ইসলাম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ছাতারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী
ওই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্কুলসূত্র জানায়, সকাল ৮ টার দিকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিকের বাস। সাড়ে ৮টার দিকে ছাতারিয়া মোড়ে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পথের পাশে থাকা একটি গাছে সজোরে আঘাত হানে বাসটি। শিক্ষার্থী রাশেদুলের যেখানে বসেছিলেন, বাসটির সঙ্গে গাছের ধাক্কার আঘাত সেখানেই লেগেছিল। এতে রাশেদুল গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা এক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলাম। আমরা গভীরভাবে শোকাহত।”

এ ঘটনায় পিকনিকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং পুরো স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে শোকের মাতম।

দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, ‘বাস ও চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে তদন্তে গিয়েছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন...