
এস এম শরিফুল ইসলাম,নড়াইল: নড়াইলের কালিয়ায় উপজেলার কলাবাড়ীয়া ইউপির চরকান্দিপাড়া গ্রামে আবিদ শেখ (৬৫) ও তার ছেলে শামীম আহম্মেদ শেখ (৪০) কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর আহত করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ) দুপুরে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পিতা-পুত্রকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শামীম শেশখ ইজিবাইকে করে তার অসুস্থ পিতাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার পথে জয়পুর মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোশারেফ শেখের ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের মেম্বার সোহেল শেখ তিনটি মোটরসাইকেলে ১০/১২ জন মিলে শামীম শেখ ও তার পিতার ওপর আকস্মিক হামলা করে তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবেদ শেখ ও শামীম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কলাবাড়ীয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহীনির অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি শান্ত।
প্রসঙ্গত, একই গ্রামের আনিচুর রহমান শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শামীম শেখ ও তার পিতা আবেদ শেখসহ অন্যান্যরা। এরই জের ধরে শামীম শেখকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে প্রতিপক্ষরা ।