লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

এস এম শরিফুল ইসলাম,নড়াইল: নড়াইলের লোহাগড়ার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি গ্রামে গরুতে গম খাওয়া কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছে ২০ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালের দিকে নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ছত্রহাজারি গ্রামের শরিফুল কাজী সমর্থিত মানু কাজীর গরুতে শাহিদ মীনার ক্ষেতে গম খাওয়ায়। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এসময় সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে নারীসহ ২০ আহত হয়েছেন।

আহতরা হলেন,রুবেল মীনা ,হোসেন শেখ, সাইফুল শেখ, আশকার মীনা, মনিরুল শেখ ,শাহাবুল শেখ,পান্নু শেখ,শাহিদ মীনা,শরিফুল কাজী, সাহিদা বেগম, তাহমিনা খানম, পারুল বেগম,মিজানুর মীনা, সাগর কাজী,শহীদ মিনা,আতাউর রহমান কাজীসহ প্রমুখ।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ডাক্তার আবুল হাসনাত জানান গুরুতর আহত সাইফুল শেখ কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন...