
মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চেয়ার প্রতীকে আবু হারেছ মো. জামিউল আহসান ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের একেএম রিয়াজুল করিম পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে রিয়াজুল ইসলাম ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের সেলিম মিয়া পেয়েছেন ১২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- শাহ আলম মিয়া।
শনিবার (৮ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন- কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু সাঈদ মো. সাহারুল হুদা।
তিনি বলেন, শুক্রবার (৭ মার্চ) ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন – সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলামসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।