নদীর এপার বাসাইল ওপারে সখীপুর। সেতু না থাকায় যুগযুগ ধরে দুর্ভোগে রয়েছেন দুই উপজেলার প্রায় দুই লাখ মানুষ। একটি সেতুর অভাবে এ অঞ্চলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা না থাকায় তাদের অর্থনৈতিক পরিবর্তনও আসেনি এখনো। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধর্ণা দিয়েও মিলছে না সেতু নির্মাণের প্রতিশ্রুতি। তাই গ্রামবাসী বাধ্য হয়ে নিজেদের নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। ছবিটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না এলাকার বংশাই নদী থেকে তোলা। সোমবার, ২৫ মার্চ। ছবি : পিবিএ/ মাছুদ রানা