অপারেশন ডেভিল হ্যান্ট

মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ১১

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় অপারেশন ডেভিল হ্যান্টের অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল রবিবার দিনব্যপি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার (১০ মার্চ) বিকালে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন,গতকাল রবিবার (৯ মার্চ) দিনব্যাপি মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হ্যান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আদর (২১), ইব্রাহিম (২৬), পাপ্পু (৩৫), বিল্লু (৩৫), সাগর (৩০), আসিফ (২২), মারুফ (২৮), আবু জাহের (৩০), দয়াল (১৯), আলমগীর (৩২) ও আল আমিন (২০)।

গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...