ডিএমপির নতুন মুখপাত্রসহ ১৩ কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ— ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (মুখপাত্র) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে নাসরিন সুলতানাকে। দীর্ঘদিন পদটি শূন্য ছিল।

রোববার (৯ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। একইদিন আরও ১৩ এডিসিকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

পদায়ন করা নতুন কর্মকর্তাদের মধ্যে এডিসি মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে, জাহিদুল ইসলামকে লালবাগ বিভাগে, সোয়েব আহমেদ খানকে গোয়েন্দা অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিসে, মোহাম্মদ আবির হাসানকে গুলশান বিভাগের এডিসি, সালেহ মুহাম্মদ জাকারিয়াকে মিরপুরের এডিসি, বকুল হোসেনকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এডিসি, ফয়েজ ইকবালকে মতিঝিলের এডিসি, তানভীর হাসানকে গোয়েন্দা গুলশান বিভাগে, সাইফুল ইসলামকে সোয়াত টিমের এডিসি, ফারহানা মৃধাকে উইম্যান সাপোর্ট-ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি করা হয়েছে। একই আদেশে নাসরিন সুলতানাকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি, মোর্শেদুল হাসানকে তেজগাঁও গোয়েন্দা বিভাগের এডিসি, মাসুদ রানাকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টসের এডিসি, এহসানুল কামরান তানভীরকে প্রকিউমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের (মেইনটেন্যান্স) এডিসি, আরিফুল ইসলামকে উত্তরা বিভাগের এডিসি এবং আবুল খয়েরকে মিরপুর গোয়েন্দা বিভাগের এডিসি করা হয়েছে।

আরও পড়ুন...