
চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১৯০ জনকে আটক ও ৪ টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।
তিনি বলেন,গত ৬ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ২,৭৫,৬৮,৫৮৩ (২ কোটি ৭৫ লক্ষ ৬৮ হাজার ৫৮৩) মিটার অবৈধ জাল, ৪,৬৮৫ ( চার হাজার ছয়শত পচাশি ) কেজি মাছ, ১,৮৫,০০০ ( ১ লক্ষ ৮৫ হাজার ) পিস বাগদা রেণু পোনা, ২৫,৫৭,০০০ ( ২৫ লক্ষ ৫৭ হাজার ) পিস পারশে মাছের পোনা, ৭২০ (সাতশত বিশ ) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ৪৮৪(চারশত চৌরাশি)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৫২ (বায়ান্ন)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪ (চার)টি ড্রেজার জব্দ করা হয়।
গত এই অভিযানে ১৯০ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৩৪(চৌত্রিশ)টি মৎস্য, ৩(তিন)টি বেপরোয়া, ২(দুই)টি সরকারিকাজে বাধা, ২(দুই)টি হত্যা, ২(দুই)টি অপমৃত্যু, ২(দুই)টি চাঁদাবাজি, ১(এক)টি পরিবেশ আইন, ১(এক)টি অস্ত্র আইন এবং ১(এক)টি চোরাইমাল বেচাকেনা মামলাসহ মোট ৪৮ (আটচল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ৯ (নয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।