
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি বিদেশি রিভলবার ও ২৩ (তেইশ) রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-২
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা হতে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি বিদেশি রিভলবার ও ২৩ (তেইশ) রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (১৩ মার্চ) র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এর পক্ষে খান আসিফ তপু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি বিদেশি রিভলবার ও ২৩ (তেইশ) রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।