
মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে ও রাত ৮টার দিকে জোকারচর বালুরঘাটে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন কিশোর। তার নাম লিটন (১৪)। আরেক জনের নাম আলমগীর(২৮)।লিটন উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। আলমগীর বিসিকের ভাড়াটিয়া আলীর ছেলে।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, বিকেলে কস্তুরিপাড়া সিংনা নোয়াবাড়ী আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যান শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কালিহাতীর জোকারচর বালুর ঘাটে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আলমগীর(২৮), পিতার নাম আলী, বিসিকে ভাড়া থাকেন।