সিরাজগঞ্জে দেয়াল ধসে দুইজন নিহত

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ড্রেনের কাজ করার সময় বাড়ির দেয়াল ধসে দুইজন নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের পৌর এলাকার শাহেদ নগর ব্যাপারী পাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এতে ৩ জন গুরুতর আহত এবং ২ জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মোঃ আব্দুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাটি থেকে ৫ ফুট নিচে মাটি খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিলো। এসময় রাস্তার পাশে বাড়ীর ৬-৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। এতে ৫ শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর দুইজন শ্রমিক মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন মিলে ধসে যাওয়া দেয়াল সড়ানো কাজ করছে।

আরও পড়ুন...