
পিবিএ,কিশোরগঞ্জ প্রতিনিধি: চোখের একটি ভয়ানক রোগ গ্লুকোমা। গ্লুকোমা হলে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের গ্লুকোমা রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে ও প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল। এর মধ্যে রয়েছে বিনামূল্যে গ্লুকোমা রোগী বাছাই ও চিকিৎসা কার্যক্রম। বিশ^ গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও সচেতনতা সভায় বিষয়টি জানানো হয়।
রোববার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ এলাকায় চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও সচেতনতা সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালী।
এতে জানানো হয়, গত ৯ই মার্চ থেকে চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে গ্লুকোমা রোগের পরীক্ষা করা হচ্ছে। বিশেষ এই চিকিৎসা সেবা কার্যক্রমে দুই শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ৯ জন গ্লুকোমা রোগী সনাক্ত করা হয়েছে। তাদের হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হবে। গ্লুকোমা প্রতিরোধে জনসচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণসহ সচেতনতা সভা আয়োজন করছে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল।
এছাড়া গ্লুকোমা রোগের কারণ, গ্লুকোমা রোগের উপসর্গ ও গ্লুকোমা প্রতিরোধে করণীয় সম্পর্কে হাসপাতালে আগতদের সচেতন করা হচ্ছে। চোখের নিরব ঘাতক গ্লুকোমা সনাক্ত করা ও চিকিৎসার মাধ্যমে রোগটি প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে।
সংবাদ সম্মেলন ও সচেতনতা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মাহবুবা খন্দকার, ডা. নাজমুল আলম লিটন, ডা. মিজানুর রহমান, ডা. আইরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।