সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, র‍্যাবের অভিযানে ১ ডাকাত গ্রেফতার

ফরিদপুর সদর এলাকা থেকে একজন হাইওয়ে ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার আসামির নাম, মকবুল (৪৭)।

রোববার (১৬ মার্চ) র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ভিকটিম মো. সোহেল রানাসহ (২৫) আরও দুইজন ঝিনাইদহের আমতলা বাজারে পান বরজের বাঁশের শলী বিক্রয় করে ট্রলিগাড়ীতে ফিরছিলেন। তারা রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা টু মেহেরপুরগামী হাইওয়ে রাস্তায় পৌঁছালে অজ্ঞতনামা ৮/১০ জন ডাকাত তাদের গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের মারধর করে রক্তাক্ত জখম করে নগদ ১ লাখ ২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম সোহেল বাদী হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলায় আজ দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-১২ এর আভিযানিক দল ফরিদপুরের জোবাইদা জুটমিল এলাকা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...