
মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান।
সোমবার (২৫ মার্চ) দুপুরে পৌর এলাকার পশ্চিম পাড়ায় প্রায় ৬০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় দুঃস্থ ৬০০ পরিবারের মাঝে চাল,ডাল,সয়াবিন তেল, সেমাই,চিনি,গুড়া দুধ,পেঁয়াজ, ছোলাসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান ও কৃষিবিদ গোলাম কাদের চৌধুরী, হিরু মিয়া,রাজু মিয়া প্রমুখ।