সুন্দরবনে জবাইকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার

হরিণ
সুন্দরবনে জবাইকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার

সোহাগ হাওলাদার, পিবিএ, বাগেরহাট : সুন্দরবনে জবাইকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করেছে কোষ্টগার্ড। রবিবার (দিনগত) গভীর রাতে মংলা কোষ্টগার্ড পশ্চিমজোনের টহল দল সুন্দরবনের হাড়বাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

কাষ্টগার্ড পশ্চিমজোনের বিসিজি ষ্টেশন হাড়বাড়িয়ার সহকারী গোয়েন্দা পরিচালক লে : কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সুন্দরবনের হাড়বাড়িয়া খাল এলাকায় চোরা শিকারীদের একটি দল অবস্থান করছে জানতে পেরে অভিযান চালালে চোরা শিকারিরা কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনের গভীরে পালিয়ে যায়। পরে কোষ্টগার্ডের সদস্যরা ঐএলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের ৭ কেজি মাংস, ২ টি মাথা এবং ২ টি চামড়া উদ্ধার করা হয়। তবে এসময় চোরা শিকারিদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন কোষ্টগার্ড সবসময় সুন্দরবন এলাকায় জননিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে। সোমবার সকালে আইনানু ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...