
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম তাদের গ্রেফতার করে।
এদিন দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) মো. ইলিয়াস কবির।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা-চট্টগ্রাম রোডস্থ রায়েরবাগ এলাকার ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে। অতঃপর তাদের দেখানো মতে বাসে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।